We found 0 items for you!
No products found!
আনারস চাষী, আঃ কাদের। তিনি ও তার পূর্বপুরুষ সকলেই দুই প্রজন্ম ধরে এই আনারস চাষের ব্যবসায় নিযুক্ত। তিনি ২ সন্তানের পিতা। তার পরিবারের সকলেই এই পেশার সাথে সংযুক্ত। কৃষিকাজই তাদের জীবিকা নির্বাহের উৎস। এটি তার কাছে শুধু একটা ব্যবসা নয়, এটি তার সন্তানের মতো, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে বেড়ে উঠেছে। তার ৭.৫ বিঘা জমি আছে যেখানে তিনি এক মৌসুমে ১৫ হাজার পিস বিভিন্ন ধরনের আনারস চাষ করে থাকেন। তার মধ্যে হানিকুইন, জায়ান্টকিউ, ক্যালেন্ডুলা ইত্যাদি তার বাগানের জনপ্রিয় আনারস। তার উদ্দেশ্য হলো, বাংলাদেশের মানুষ যাতে স্বাস্থ্যসম্মত, বিষমুক্ত এবং তাজা ফল ও সবজি খায় এবং তার সন্তানরা যেন তার অনুপস্থিতিতে এই প্রথা অব্যাহত রাখে এবং দেশ ও দেশের মানুষকে মানসম্মত খাবার গ্রহণে উৎসাহিত করতে পারে।
B2B